ভোট দিয়ে নিজেদের নেতা নির্বাচন করল শিশু শিক্ষার্থীরা

শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুকাল থেকেই গণতন্ত্রের চর্চা ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কেবিনেট গঠনের লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মত সোমবার চাঁপাইনবাবগঞ্জেও শিশু শিক্ষার্থীদের ভোট অনুষ্ঠিত হয়েছে। জেলার ৫ উপজেলার মোট ৩৪৫টি প্রতিষ্ঠানে নির্বাচনের মাধ্যমে স্টুডেন্ট ক্যাবিনেট গঠন করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ২৪৩টি এবং দাখিল মাদ্রাসা ১০২টি মাদ্রাসায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে।
নির্বাচন উপলক্ষে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শণ, ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশ গ্রহণ নিশ্চিত করা লক্ষে এই স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৩-১৬