নাচোলে আদিবাসীদের স্থানীয় সালিস ব্যবস্থা সক্রিয়করণ প্রশিক্ষণ সমাপ্ত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউস আদিবাসীদের ৩ দিন ব্যাপি “স্থানীয় সালিস ব্যবস্থা সক্রিয় করণের প্রশিক্ষণ” সমাপ্ত হয়েছে।
সোমবার লাইট হাউস নাচোল অফিসে নেজামপুর ও কসবা ইউনিয়নের ৩০ জন আদিবাসী নেতা-নেত্রী এ-প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসাবে সিএলএস- ইজলাস প্রকল্পের প্রজেক্ট অফিসার রাশেদা খাতুন, আসুস সংস্থার কো-অর্ডিনেটর ফজলুল করিম (বাবলু), মানুয়েল হাসদা, লাহান্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী বঙ্গপাল সর্দার উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সার্বিক ব্যবস্থাপনা করেন, নাচোল উপজেলার কোর্ডিনেটর পরিতোষ বাড়ৈ ও প্যারালিগাল মিনা মাহাতো। সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছির উদ্দিন। কনসোর্টিয়াম পরিচালিত কমিউনিটি লিগ্যাল এইড সার্ভিসেস- ইমপ্রুভ জাষ্টিস এ্যান্ড লিগাল এইড সার্ভিসেস (ইজলাস) প্রকল্প ও প্রকল্পের কৌশলগত পার্টনার আসুস, নাচোল শাখার আয়োজনে গত ১৯ থেকে ২১ মার্চ  নাচোল উপজেলা লাইটহাউস অফিসে ৩দিন ব্যাপি আদিবাসীদের স্থানীয় সালিস ব্যবস্থা সক্রিয়করণ প্রশিক্ষণ প্রদান করেন।  প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ শেষে ব্যাগ উপহার দেওয়া হয়। প্রশিক্ষণে পারগানা পরিষদ সদস্য, দিঘরি রাজা পরিষদ সদস্য, বাইসি সদস্য, গ্রামের মোড়ল, মাঞ্জহি হাড়াম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে আদিবাসিদের সালিস ব্যবস্থা, আদর্শ সালিস, সালিসের আইনি ভিত্তি, সালিসযোগ্য বিষয়, সালিস পরিচালনা পদ্ধতি, নারী বান্ধব সালিসি, মানবাধিকার, সরকারী আইন সহায়তা, গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া শিক্ষার উপর গুরুত্ব দিয়ে সকল প্রকার নেশা পরিহার করে আদিবাসী সম্প্রদায়কে অন্যান্য জাতী গোষ্ঠীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। আদিবাসীদের  ঐতিহ্যবাহী  সালিসি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রশিক্ষণ হতে প্রদত্ত জ্ঞান কাজে লাগানোরও পরামর্শ দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২১-০৩-১৬

,