মল্লিকপুরে চেয়ারম্যান টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্টে ফ্রেন্ডস ক্রিকেট দলের জয়

নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত মল্লিকপুর গরু হাট মাঠে অনুষ্ঠিত চেয়ারম্যান টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০১৬ এর মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ফ্রেন্ডস ক্রিকেট দল। তারা ৫ উইকেটে সোনামসজিদ ক্রিকেট দল কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সোনামসজিদ ক্রিকেট দল ১৬ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাহিদ ২৫, মারুফ ১৫  রান করে। ফ্রেন্ডস ক্রিকেট দলের বোলার  সজিব ৩ ওভার ১৯ রান ৪টি, মেহেদি ৩ ওভার ২০ রানে ৩টি উইকেট লাভ করে। ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফেন্ডস ক্রিকেট দল ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে মিনহাজ ৪০, সাকিব ৩০ রান করে। সোনামসজিদ  ক্রিকেট দলের  বোলার রনি ৩ ওভার ১৫ রানে ৩ টি, নাহিদুল ৪ ওভার ২০ রানে ২টি উইকেট লাভ করে। এখেলায় ম্যান অব দ্যা ম্যাচ মিনহাজ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০২-০২-১৬