সরকারি কলেজ আন্তঃবিভাগ ফুটবলে ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০১৬ এর মঙ্গলবারের ফাইনাল খেলায় ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা টাইব্রেকারে ৫-৩ গোলে ব্যবস্থাপনা বিভাগ কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করে ইতিহাস বিভাগের গোল রক্ষক রাশিদুল এবং টুর্নামেন্ট সেরার পুরষ্কার লাভ করে দর্শন বিভাগের আতিকুর রহমান। খেলা পরিচালনা করেন ওয়াহিদুল ইসলাম তাকে সহযোগিতা করে শামীম খান ও আনিসুর রহমান, ৪র্থ রেফারী শেখ  ফরিদ সায়েম। খেলা শুরুর পূর্বে খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং খেলাশেষে পুরষ্কার বিতরণ করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।  এসময় উপাধাক্ষ্য ইব্রাহিম হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর দাউদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, শফিকুল আলম ভোতা, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ওবাইদুল হক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর  নজরুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক শামীম হোসেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক আব্দুর রহিম, শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান মুকুল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের প্রভাষক জিয়াউল হকসহ কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০২-০২-১৬