ভোলাহাট আম ফাউন্ডেশনের নমিনীদের মাঝে অর্থ প্রদান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গড়ে উঠা আম ফাউন্ডেশন মৃত সদস্যদের নমিনীদের মাঝে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও আম ফাউন্ডেশন সভাপতি আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা ও জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান জগলুল হক, আম ফাউন্ডেশন ভোলাহাট সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু। এ সময় ২০০১ সালে স্থাপিত আম ফাউন্ডেশনের উদ্দ্যোগ এই প্রথম ২০১৪-১৫ অর্থ বছরে মৃত নমিনীদের এককালীন নগদ ৪ হাজার টাকা করে মোট ২৫ জন নমিনীদের মাঝে ১ লাখ টাকা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিদেক,ভোলাহাট/ ১৮-০২-১৬

,