শিবগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর এলাকা থেকে বুধবার বিকেলে এক অপ্সাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
দূর্লভপুর ইউপি সদস্য তোজাম্মেল হক জানান, প্রায় ৪৫ বছর বয়স্ক পাগল প্রকৃতির এক অপ্সাত ব্য্িক্ত বয়স বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাকা ও দূর্লভপুর ইউনিয়নের শেষ সীমা্েন্ত আম গাছের তলায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন তাকে চিকিৎসার জন্য নিয়ে যাবার প্রস্তুতি নেয়ার সময় সে মারা যায়। চেয়ারম্যান আবু আহমেদ নজমূল কবিরের মাধ্যমে থানায় খবর দিলে থানার এস আই সাদিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সন্ধ্যার সময়  ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।   এলাকাবাসী  জানায়, গত মঙ্গলবার মানসিক প্রতিবন্ধি  অজ্ঞাত লোকটি  দূর্লভপুর ইউনিয়নাধীন গাইপাড়া এলাকা ঘুরাঘুরি করছিল। তাকে কেউ কথা বলাতে ও কোন কিছু খাওয়াতে পারেনি।

শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, ‘ ওই লোকের নাম পরিচয় না পাওয়া যাওয়ার কারণে খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে নিয়ে এসেছে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৭-০২-১৬

,