শিবগঞ্জে দু’দেশের যৌথ সীমান্ত পিলার চেকিং করেছে বিজিবি-বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তবর্তী দু’দেশের যৌথ পিলার চেকিং করেছে বিজিবি-বিএসফের সদস্যরা।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী মেইন পিলারগুলো সার্বিক ঠিক আছে কি না তা পর্যবেক্ষণ করা হয়।
এ সময় বিজিবির পক্ষে শিয়ারমারা ক্যাম্পের কমান্ডার সুবেদার মোতালেব হোসেন এবং ভারতীয় ২৪ বিএসফের মহদীপুর ক্যাম্পের পক্ষে ইন্সপেক্টর অনুরাগ উপস্থিত ছিলেন।
শিয়ারমারা ক্যাম্পের কমান্ডার সুবেদার মোতালেব হোসেন জানান, প্রতিবছরের ন্যায় এবছরেও আমরা দু’দেশের মেইন পিলার চেকিং করি তা সার্বিক ঠিক আছে কি না। অন্যান্য বছরের মত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেইন পিলার ১৮৬/৪ এস থেকে ১৯২ নম্বর পিলারকে করা হয়েছে। এসময় আমাদের ৭ সদস্যের বিজিবির একটি দল ও ভারতীয় ২৪ বিএসফের মহদীপুর ক্যাম্পের ইন্সপেক্টর অনুরাগ সহ তাদের ৭ সদস্য উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-০২-১৬

,