সরকারি কলেজ থেকে বিদায় নিলেন শিক্ষাবিদ প্রফেসর সুলতানা রাজিয়া

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও চাঁপাইনবাবগঞ্জের বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর সুলতানা রাজিয়া চাকরী জীবন থেকে অবসরে গেছেন। এ উপলক্ষে সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার সকালে কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা।  কলেজের উপাধ্যক্ষ মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সাবেক চেয়ারম্যান প্রফেসর তানভিরুল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুল ইসলাম, উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান ও স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রফেসর দাউদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায় সংবর্ধনা কমিটির আহবায়ক ও ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল খালেক। এছাড়াও বক্তব্য  রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু, পদার্থ বিদ্যা বিভাগের প্রধান ড.নাজিম উদ্দিন, ইতিহাস বিভাগের প্রধান ওবাইদুল হক, রসায়ন বিভাগের প্রধান ড. শংকর কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক লিটন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল খালেক, বাংলা বিভাগের ড.আনোয়ার চন্দন,  ইতিহাস বিভাগের প্রভাষক মুহা. জিয়াউল হক । ছাত্র-ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের ছাত্র আরিফুর রেজা ইমন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফারুক হোসেন, একাদশ শ্রেণীর আসিরুল্লাহ ও জারিন তাসনিম প্রমুখ। অনুষ্ঠানে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাসে অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া চিরস্বরনীয় হয়ে থাকবে। আগামী দিনের কলেজের অধ্যক্ষ ও শিক্ষক সমাজ প্রফেসর সুলতানা রাজিয়াকে অনুসরণ করে কাজ করবেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০২-১৬