হাকিমপুর সীমান্তে ভারতীয় গরুসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের হাকিমপুর সীমান্তে ২ টি ভারতীয় গরুসহ দু’ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাজমুল আলম শনিবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল নয়টায় নায়েক সুবেদার কেরামত আলীর নেতৃত্বে¡ ব্যাটালিয়নের হাকিমপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৩৫/৩-এস এর নিকট পদ্মার নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের চর রানীনগর বকচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল করিম (২৬) ও একই গ্রামের ইয়াসিনের ছেলে সুমন (২৭) কে অবৈধ উপায়ে নিয়ে আসা ২টি ভারতীয় গরুসহ আটক করা হয়।
আটককৃত গরুর মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত গরুগুলি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে এবং আসামীদেরকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০২-১৬