ভোলাহাটে বিজিবি’র ভারতীয় মদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার খড়কপুর এলাকা থেকে ১ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, বিজিবি’র ৪৩ ব্যাটালিয়নের জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার সুবেদার রনজিৎ কর্মকারের নেতৃত্বে বিজিবি’র একটি দল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খড়কপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২০১/৪৩ আর এর নিকটে ভারত থেকে আনা ম্যাকডোল ৪ বোতল ও অফিসার চয়েস ৭ বোতল বিজিবি’র টহল টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদগুলি ফেলে পালিয়ে যায়। মদগুলির মূল্য ১৪হাজার, ৯’শ ২০টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৬-০২-১৬
বিজিবি জানায়, বিজিবি’র ৪৩ ব্যাটালিয়নের জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার সুবেদার রনজিৎ কর্মকারের নেতৃত্বে বিজিবি’র একটি দল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খড়কপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২০১/৪৩ আর এর নিকটে ভারত থেকে আনা ম্যাকডোল ৪ বোতল ও অফিসার চয়েস ৭ বোতল বিজিবি’র টহল টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদগুলি ফেলে পালিয়ে যায়। মদগুলির মূল্য ১৪হাজার, ৯’শ ২০টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৬-০২-১৬