ভোলাহাটে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় কমিটি  সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল উপজেলা পরিষদ মিলনায়তন এই সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার,  উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, অফিসার ইনচার্জ মহসীন আলী, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন আলী ও জগলুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার এস.এম. মুঞ্জুর-এ মওলা, কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা সামসুর রহমান, সমবায় অফিসার সালউদ্দিন সিদ্দিক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবিব, সিএ আব্দুল ওয়াহাব ও শামিম রেজা।
আলোচনা সভায় বক্তারা সীমান্তে উত্তেজনা প্রশমণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখা, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার তাগিদে উপস্থিত সকলের সহযোগিতা নিয়ে কাজ করার জন্য আহবান জানান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৪-০২-১৬

,