সাতরশিয়া ও কালুপুর মাঠ থেকে ১৯টি ভারতীয় গরু-মহিষ আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সাতরশিয়া মাঠ ও শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর কালুপুর মাঠ এলাকায় শুক্রবার পৃথক অভিযানে প্রায় ১০ লক্ষ টাকা ১৯টি ভারতীয় গরু-মহিষ আটক করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নাজমুল আলম জানান, সদর উপজেলার জহুরপুর বিওপি’র টহল দল নায়েক সুবেদার কবির উদ্দীনের নেতৃত্বে সাতরশিয়া মাঠ এলাকায় সকালে অভিযান চালিয়ে ৭টি গরু আটক করে। আটককৃত গরুর মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর বিওপি’র টহল দল নায়েক আব্দুল বাতেনের নেতৃত্বে কালুপুর মাঠ এলাকায় অভিযানে ৮টি গরু ও ৪টি মহিষ আটক করে। আটককৃত গরু-মহিষের মূল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা। আটককৃত গবাদিপশুগুলি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০২-১৬

,