পাপমোচন ও পূন্য লাভের আশায় তর্ত্তিপুরে অনুষ্ঠিত হল ‘গঙ্গাস্নান’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরে অন্যান্য বছরের মত মাক্রি সপ্তমী তিথিতে পাপমোচন ও পূন্য লাভের আশায় তর্ত্তিপুরে অনুষ্ঠিত হল ‘গঙ্গাস্নান’। রোববার তর্তিপুরে পদ্মার শাখা নদী পাগলা তীরে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা মিলিত হন।
তর্তিপুর মহাস্বশান কমিটি সাধারন সম্পাদক শ্রী শ্যামল কুমার ত্রিবেদী ও হিন্দু বোদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের শিবগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক শ্রী শ্যামল কুমার ত্রিবেদী জানান, দেশের ২৫০ নদীর মধ্যে শিবগঞ্জের তর্ত্তিপুরে পাগলা নদী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ধর্মীয় বিবেচনায় গুরুত্বপূর্ণ। তর্ত্তিপুরে হিন্দু ধর্মাবলম্বীরা মাক্রি সপ্তমী তিথিতে পাপমোচন ও পূন্য লাভের আশায় গঙ্গাস্নানে আসেন। অন্যান্যবারের মত এবারও পাপমোচন ও পূণ্যলাভের আসায় বিভিন্ন আকাংখা পূরণের জন্য তর্তিপুরে গঙ্গাস্নান, কীর্তন ও ধর্মসভায় যোগদানের জন্য হিন্দু পূর্ণার্থীরা মিলিত হয় রোববার ভোর থেকে। পৌরাণিক যুগের জহ্নমণির আশ্রম তর্তিপুরে মাক্রি সপ্তমীর তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা জহ্নুমনির আশ্রম ও বহু পূর্ণাথীর্র তীর্থস্থান তর্ত্তিপুরে বিভিন্ন আকাঙ্খা পূরণের মানসে গঙ্গাস্নান, কীর্তন ও ধর্মসভায় যোগদানের জন্য উপস্থিত হয়ে থাকেন। সূর্য উঠার সঙ্গে সঙ্গে তারা গঙ্গা¯িœয়ান উৎসব পালন করেন। সকাল থেকে তর্ত্তিপুরে চলে কির্তন ও ধর্মীয় সভা। এবারের গঙ্গা¯œানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।
গঙ্গা¯œান উপলক্ষে তর্ত্তিপুর মাঠে বসেছে হরেক রকম পণ্যেও সমাহাওে গ্রামীন মেলা। যা চলবে আগামী তিনদিন ধরে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৪-০২-১৬

,