আবারো জেলা জাসদের সভাপতি-সাধারণ সম্পাদক হলেন রফিক-মনির

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলন রোববার অনুষ্ঠিত হয়েছে। ২০১০ সালের পর অনুষ্ঠিত এই সম্মেলনে আবারো রফিকুল ইসলামকে সভাপতি ও মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের সাবেক নেতা করিম শিকদার। সম্মেলনে অতিথি’র বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের সাবেক নেতা ওবাইদুর রহমান চুন্নু।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জাসদ নেতা হাবিবুর রহমান, তরিকুল ইসলাম।
সম্মেলনে বক্তারা উগ্র জঙ্গিবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।
বিকেলে দ্বিতীয় পবের্র কাউন্সিল অধিবেশনে কাউন্সিলর ও ডেলিগেটদের মতামতের ভিত্তিত্বে পূনরায় রফিকুল ইসলামকে সভাপতি ও মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। ৪৬ সদস্যর পূর্ণাঙ্গ জেলা কমিটি পরে ঘোষনা করা হবে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০২-১৬