নানা আয়োজনে কৃষিবিদ দিবস পালিত

বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান কৃষিবিদদের অবদান ক্ষুধা- মঙ্গার অবসান এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল চাঁপাইনবাবগঞ্জ কৃষিবিদ ইনিস্টিটিউশন জেলা শাখার আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে পূণরায় অধিদপ্তরের সম্মেলণ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
কৃষিবিদ ইনিস্টিটিউশন জেলা সভাপতি ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাজদার হোসেনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এস্কিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আব্দুল মান্নান আকন্দ। কৃষিবিদদের জন্য দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আবদুল্লাহ সোহেল, কল্যানপুর হটিকালচার সেন্টারের উপপরিচালক ড. সাইফুর রহমান,আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রথান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.হামিম রেজা, জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা.আব্দুল মান্নান প্রমূখ। এ সময় জেলায় সরকারী ও বেসরকারী পর্যায়ে কর্মরত কৃষিবিদগন উপস্থিত ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৬