সাড়ে ৬ শ বোতল ফেন্সিডিলসহ মহিলা আটক
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জের নরেন্দ্রপুর এলাকার দুলালীর একটি বাড়িতে রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ৬২১ বোতল ফেন্সিডিলসহ দুলালীকে হাতেনাতে আটক করে। র্যাব সূত্র জানায়, দুলালী দীর্ঘ দিন ধরে ফেন্সিডিলসহ অন্যান্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
এদিকে, র্যাবের আরেক অভিযানে সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকা থেকে ৫শ গ্রাম হেরোইনসহ বিশু আলী (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক বিশু নরেন্দ্রপুরের বাথানপাড়া গ্রামে।
চাঁপ্ইানাবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০২-১৬