দুই বিদেশি পিস্তলসহ র্যাবের হাতে আটক শিবগঞ্জের দুই যুবক
র্যাব জানায়, আতিকুল ও জোবদুল অবৈধ অস্ত্র বিক্রির জন্য দৌলতবাড়ী এলাকার নিজ বসতবাড়ীতে অস্ত্র মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এএসপি অলক বিশ্বাসের নেতৃত্বে রাত ২টা ৫০ মিনিটে অভিযান চালায়। এ সময় তাদেরকে দু’টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ডগুলিসহ হাতেনাতে আটক করা হয়।
র্যাব সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়ারা দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০২-১৬