আমপাতা খেলাঘর নতুন কমিটি গঠন

দেশব্যাপী বিস্তৃত প্রগতিশীল শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের চাঁপাইনবাবগঞ্জ শাখা আমপাতা খেলাঘর আসরের পূনর্গঠন সভা শুক্রবার বেলা ১১ টায় উদিচি চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া ও শিশু সংগঠক ইসরাইল সেন্টু’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন জেলা বিএমএ সভাপতি ডা. আব্দুস সালাম। ফোকলোর গবেষক ও জাতীয় বৃক্ষ আমগাছ গ্রন্থের লেখক সাব্বির আহমেদ, সিপিবি’র জেলা সভাপতি আ্যাড.সাইদুল ইসলাম, সাংবাদিক শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ প্রমূখ। সভায় বক্তারা ১৯৫২ সালে সংবাদ জগতে জন্ম খেলাঘরের ঐতিহাসিক পটভূমি, প্রয়াত নারী সংগঠক মীরাতুন্নেসার নেতৃত্ত্বে চাঁপাইনবাবগঞ্জে আমপাতা খেলাঘরের ৪৩ বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা শিশু কিশোরদের অসাম্প্রদায়িক,বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্ত্ব দেন। পরে ওয়াহিদুর রহমানকে সভাপতি ও মাহবুবুল ইসলামকে সাধারন সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০২-১৬