মুকুল আসছে গাছে গাছে

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আমের গাছে গাছে মুকুল ফুটতে শুরু করেছে। মুকুলের এই আগমনকালে মাঘের প্রথম সপ্তাহের বৃষ্টি ‘সোনায় সোহাগা’ হলেও সাম্প্রতিক ঘন কুয়াশা চিন্তায় ফেলেছে চাষীদের। এবার ফলন কেমন পাওয়া যাবে তা নির্ভর করবে প্রকৃতির উপর। সেই দিকেই তাকিয়ে আছেন এখানকার আমচাষীরা। ছবিটি বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট এলাকা থেকে তুলেছেন জাকির হোসেন পিংকু....