সীমান্ত থেকে যুবক ধরে নিয়ে গিয়ে পুলিশে দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএস মঙ্গলবার সেলিম নামের এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে। ভারতীয় ভুখন্ডে অনুপ্রবেশের অভিযোগে তাকে ধরে নিয়ে যাওয়ার পর ভারতীয় পুলিশে সোপার্দ করা হয়েছে। সেলিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের ফজলুর রহমানের ছেলে।
নওগাঁস্থ বিজিবি’র ৪৩ ব্যাটালিয়নের পরিচালক লে: কর্নেল জাহিদ হাসান জানান, সকালে বিলভাতিয়া সীমান্তে শূন্য লাইনের কাছে জমিতে কাজ করার সময় ভুল করে সেলিম ভারতীয় ভুখন্ডে ঢুকে পড়ে। এসময় ভারতের বিএসএফ’র পিয়াসবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে চলে যায়। এ ঘটনার পর সেলিমকে ফেরত চেয়ে বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দিলে বিকেল সাড়ে ৫টা থেকে পৌনে ৬ টা পর্যন্ত সীমান্তের শুণ্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন পিয়াসবাড়ি ক্যাম্পের এ্যাসিসটেন্ট কমান্ড্যান্ট শ্রী চরুন জিৎ এবং বিজিবি পক্ষে নেতৃত্ব দেন বিজিবি কোম্পানী কমান্ডার মোতালেব মিয়া। তিনি বলেন, ‘ বৈঠকে বিএসএফ সেলিমকে ধরে নিয়ে যাওয়া কথা স্বীকার করে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে বিকেল সাড়ে তিনটায় মালদা পুলিশে সোপার্দ করা হয়েছে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-০২-১৬

,