ভোলাহাটে শেষ হল প্রয়াসের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ

ভোলাহাটে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি আয়োজিত ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে ইউরোপী ইউনিয়নের অর্থায়নে উপজেলার অতিদরিদ্র নারীদের মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বুধবার বাহাদুরগঞ্জ প্রয়াস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রয়াস পরিচালক শাহ আজাদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কঞ্চন কুমার, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-প্রকল্প সমন্বয়কারী আশরাফুল আলম, লোহাট প্রেস ক্লাব সভাপতি গোলাম কবির। অন্যান্যের মধ্রে বক্তব্য রাখেন, প্রয়াস প্রকল্প সমন্বয়কারী ফারুক আহমেদ, প্রশিক্ষক নেলিনা বেগম ও প্রশিক্ষনার্থী রেহেনা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার তাকিউর রহমান। বক্তারা অতিদরিদ্র নারীদের  আর্থসামাজিক উন্নয়ন করার স্বার্থে মাসব্যাপী উপজেলার ২৫ জনকে সেলাই প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন। যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৭-০২-১৬

,