লাগাতর অবরোধ-হরতালকালে শিবগঞ্জে নিহতদের পরিবারকে অনুদান দিয়েছে সোনালী ব্যাংক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হরতাল অবরোধ চলাকালে দূর্বৃত্তদের হামলা ও পেট্রোল বোমায় নিহতদের পরিবারকে সোনালী ব্যাংকের উদ্দ্যোগে অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখায় এ অনুদান দেয়া হয়।
সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যাবস্থাপক মোঃ আবু বাক্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এ জি এম শিশ আহমেদ। অনুষ্ঠানে পেট্রোল বোমা হামলায় নিহত ট্রাক চালকের সহকারী সেলিমের পিতা মোঃ আলাউদ্দিন এবং জামাত শিবিরের হামলায় নিহত রাজন আলী রকির পিতা স্থানীয় আওয়ামীলীগ নেতা রুহুল আমিনকে অনুদানের চেক প্রদান করা হয়।
পরে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন দুঃস্থ নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০২-১৬
সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যাবস্থাপক মোঃ আবু বাক্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এ জি এম শিশ আহমেদ। অনুষ্ঠানে পেট্রোল বোমা হামলায় নিহত ট্রাক চালকের সহকারী সেলিমের পিতা মোঃ আলাউদ্দিন এবং জামাত শিবিরের হামলায় নিহত রাজন আলী রকির পিতা স্থানীয় আওয়ামীলীগ নেতা রুহুল আমিনকে অনুদানের চেক প্রদান করা হয়।
পরে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন দুঃস্থ নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০২-১৬