নাচোলে জাতীয় আদিবাসী পরিষদের নতুন কমিটি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় আদিবাসী পরিষদের বিধান সিং সভাপতি, বদন হে¤্রমকে সম্পাদক  করে ২১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদের পাশ্বে আলহাজ্ব আব্দুর রশিদ এর মার্কেটে সামনে জাতীয় আদিবাসী পরিষদের কমিটি গঠন করা হয়।
আদিবাসী নেতা নরেশ হাসদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবিন্দ্র নাথ সরেন। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুবিন চন্দ্র মুন্ডা, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুবাস হে¤্রম, আইন বিষয়ক সম্পাদক হাকিম তিগ্যা, কেন্দ্রীয় জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিভূতি ভুষণ মাহাতো, জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি দিলিপ পাহান, সাধারণ সম্পাদক টুনু পাহান, নাচোল উপজেলা আদিবাসী  ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তরুন ওরাও, এছাড়া নেজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মনসহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দরা।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি নাচোল মেডিকেল মোড়ের সামনে আলহাজ্ব আব্দুর রশিদ মার্কেটে জাতীয় আদিবাসী পরিষদের নাচোল উপজেলা শাখা কার্যালয়ের অফিস উদ্বোধন করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৩-০২-১৬

,