চটের ব্যাগ ব্যবহার না করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকবাটিতে পাটজাত দ্রব্য ব্যবহার না করার দায়ে আব্দুল্লাহ রাইস মিল মালিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে আব্দুল্লাহ রাইস মিলে চটের ব্যাগ ব্যবহার হচ্ছে না এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালায়। এসময় ৫০ হাজার টাকা জরিমান অনদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আদালত সূত্র জানায়, দন্ডাদেশ প্রদানের পর ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হলে মিল মালিক আব্দুল্লাহকে ছেড়ে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০২-১৬
মঙ্গলবার দুপুরে আব্দুল্লাহ রাইস মিলে চটের ব্যাগ ব্যবহার হচ্ছে না এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালায়। এসময় ৫০ হাজার টাকা জরিমান অনদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আদালত সূত্র জানায়, দন্ডাদেশ প্রদানের পর ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হলে মিল মালিক আব্দুল্লাহকে ছেড়ে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০২-১৬