ভোলাহাট উপজেলা চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র উপজেলা শাখার সহসভাপতি আনোয়ারুল ইসলামের  সাময়িক বরখাস্তের আদেশে স্থগিত করেছেন  উচ্চ আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ,কে,এম শহিদুল ইসলামের দ্বৈত বেঞ্চে এ আদেশ দেন।  আদালতে আনোয়ারের পক্ষে শুনানি করেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার সাথে ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজলের রিট আবেদন নম্বর-১৩২৯/২০১৬ইং তারিখের ভিত্তিতে এ স্থগিতাদেশ পান।
আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, একটি মামলার চার্জশিটে আনোয়ারুল ইসলামের নাম থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ২৫ জানুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে। পরে ৪ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত মন্ত্রণালয়ের আদেশ ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন এবং রুল জারি করেন।  এদিকে এ সংক্রান্ত আদেশ এখনো হাতে পাইনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক।
উল্লেখ্য, দলদলী ইউনিয়ন ছাত্রলীগের আইনবিষয়ক  সম্পাদক আব্দুর রহমান হত্যা মামলার আসামি আনোয়ারুল ইসলাম। ওই মামলার চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় ২৫ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে  সাময়িক বরখাস্ত করা হয় আনোয়ারুল ইসলামকে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১০-০২-১৬

,