প্রথম বিভাগ ক্রিকেট লীগে সবুজ সংঘের জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১ম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৫-১৬ চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে বুধবারের খেলায় জয় পেয়েছে সবুজ সংঘ। তারা ৮০ রানে বন্ধন ক্রীড়াঙ্গন কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সবুজ সংঘ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহান ৫৮, বাক্কার ৫৫  রান করে। বন্ধন ক্রীড়াঙ্গনের বোলার  মনি ৯ ওভার ৪৯ রান ৪টি, সোহাগ ৯ ওভার ৪৫ রানে ২টি উইকেট লাভ করে। ২৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বন্ধন ক্রীড়াঙ্গন ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবির ৬৫, তানভির ৪৮ রান করে। সবুজ সংঘের  বোলার কবির ৯ ওভার ৩৫ রানে ৩ টি, আকবর ৮ ওভার ৪০ রানে ৩টি উইকেট লাভ করে। বৃহষ্পতিবারের খেলায় প্রতিদন্দিতা করবে আলীনগর ক্লাব বনাম কানসাট ক্লাব।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৩-০২-১৬