চেয়ারম্যান টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্টে উত্তর মল্লিকপুরের জয়
নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত মল্লিকপুর গরু হাট মাঠে অনুষ্ঠিত চেয়ারম্যান টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০১৬ এর সোমবারের খেলায় জয় পেয়েছে উত্তর মল্লিকপুর ক্রিকেট দল। তারা ২৮ রানে আমরা সেরা ক্রিকেট দল কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে উত্তর মল্লিকপুর ক্রিকেট দল ১৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিজান ২৮, সুমন ২৬ রান করে। আমরা সেরা ক্রিকেট দলের বোলার কবির ৪ ওভার ২৩ রান ৫টি, দারুল ১ ওভার ২ রানে ১টি উইকেট লাভ করে।
১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আমরা সেরা ক্রিকেট দল ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রহমত ৩৭, নাইম ২২ রান করে। উত্তর মল্লিকপুর ক্রিকেট দলের বোলার সুমন ৪ ওভার ৬ রানে ৩ টি, নাইম ৩ ওভার ১৪ রানে ২টি উইকেট লাভ করে।
এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ সুমন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০১-০২-১৬
প্রথমে ব্যাট করতে নেমে উত্তর মল্লিকপুর ক্রিকেট দল ১৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিজান ২৮, সুমন ২৬ রান করে। আমরা সেরা ক্রিকেট দলের বোলার কবির ৪ ওভার ২৩ রান ৫টি, দারুল ১ ওভার ২ রানে ১টি উইকেট লাভ করে।
১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আমরা সেরা ক্রিকেট দল ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রহমত ৩৭, নাইম ২২ রান করে। উত্তর মল্লিকপুর ক্রিকেট দলের বোলার সুমন ৪ ওভার ৬ রানে ৩ টি, নাইম ৩ ওভার ১৪ রানে ২টি উইকেট লাভ করে।
এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ সুমন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০১-০২-১৬