এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উইন্টার ২০১৫ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের  নিজস্ব মিলনায়তনে ফ্যাকাল্টি অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন এর প্রফেসর ড. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক এ.কে.এম বেলায়েত হোসেন,
প্রধান অতিথি তাঁর বক্তব্যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কে একটি আন্তর্জাতিক মানের গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে সকল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনে উদ্বুদ্ধ করেন। গুনগত মানের উচ্চ শিক্ষা প্রদানে আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয় বিশেষ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নবাগত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ-জাতির সেবায় আত্মনিয়োগের জন্য আহ্বান জানান।
সভাপতির বক্তবে ড. গোলাম কিবরিয়া বলেন,  আধুনিক গবেষণাভিত্তিক এই বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ তথা চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশের উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । অনুষ্ঠানে অন্যানের মাঝে  বক্তব্য রাখেন আইন অনুষদের সহযোগী অধ্যাপক সৈয়দ সরফরাজ হামিদ, জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০১-১৬