বিএনপি-যুবদলের নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়ডাঙ্গা ইউনিয়নের বিএনপি ও যুবদলের ২ শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান অনুষ্ঠান হয়েছে।
রোববার বিকেলে স্থানীয় শহীদ সাটু হলে সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়নপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. আলমগীর কবিরের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বাবুল কুমার ঘোষ, আওয়ামীলীগ নেতা হাফিজ উদ্দিন, আশরাফুল ইসলাম।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি’ন ৭ নম্বর ওয়ার্ড এর সম্পাদক আমিনুল ইসলাম, তারেক মাষ্টার ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের মেম্বার আমিরুল ইসলাম এর নেতৃত্বে প্রায় ২ শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
এদিকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি জানান, যোগদানকারী আমিনুল ইসলামকে বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি’ন ৭ নম্বর ওয়ার্ড এর সম্পাদক থেকে ২ বছর আগেই দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিএনপির সঙ্গে তার কোন সম্পর্ক নেই।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০১-১৬