ভোলাহাটে আম ফাউন্ডেশনের সভা > ফরমালিনের নামে আম ব্যবসায়ীদের হয়রানী না করার আহবান
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম ফাউন্ডেশনের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আম ফাউন্ডেশন চত্বরে ফাউন্ডেশনের সভাপতি ও ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক এর সভপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভোলহাট উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, আঞ্চলিক বেজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হামিম রেজা, উপজেলা কৃসি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস।
বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু। বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম, ইয়াসিন আলী শাহ্, ভোলাহাট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জসহ ১৭ জন এলাকা প্রতিনিধি প্রমুখ।
সভায় বক্তারা ফরমালিনের নামে আম ব্যবসায়ীরা যেন হয়রানীর শিকার না হয় এবং সেজন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানান।
৪ হাজার ২ শ আমচাষীদের নিয়ে এ সংগঠন নিজস্ব জায়গায় প্রতি বছর আম ব্যবসায়ীদের নিরাপত্তার মধ্যে আম কেনা বেচার ব্যবস্থা করে আসছে। চলতি বছর থেকে শিক্ষাবৃত্তি এবং মৃত সদস্যদের এককালীন অনুদান দেয়ার কর্মসূচী ঘোষনা করেছে সংগঠনটি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ভোলাহাট/ ১০-০১-১৬
বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু। বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম, ইয়াসিন আলী শাহ্, ভোলাহাট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জসহ ১৭ জন এলাকা প্রতিনিধি প্রমুখ।
সভায় বক্তারা ফরমালিনের নামে আম ব্যবসায়ীরা যেন হয়রানীর শিকার না হয় এবং সেজন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানান।
৪ হাজার ২ শ আমচাষীদের নিয়ে এ সংগঠন নিজস্ব জায়গায় প্রতি বছর আম ব্যবসায়ীদের নিরাপত্তার মধ্যে আম কেনা বেচার ব্যবস্থা করে আসছে। চলতি বছর থেকে শিক্ষাবৃত্তি এবং মৃত সদস্যদের এককালীন অনুদান দেয়ার কর্মসূচী ঘোষনা করেছে সংগঠনটি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ভোলাহাট/ ১০-০১-১৬