কোনই উত্তাপ ছিলনা জামায়াতের ডাকা হরতালে
হরতালে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান মার্কেটসহ বিভিন্ন এলাকার দোকানপাট খোলা ছিল। জেলায় যানবহন চলাচল ছিল স্বাভাবিক। ঢাকাগামী যাত্রীবাহি বাসগুলোও স্বাভাবিকভাবে ছেড়ে গেছে। এদিকে, হরতালে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থল বন্দরে যথারিতি আমদানী-রপ্তানী কার্যক্রম হয়েছে।
জেলা শহরে হরতালের সমর্থনে কোন পিকেটিং দেখা যায়নি। অন্যান্য হরতালে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও বৃহস্পতিবারের হরতালের দিন শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে উল্লেখযোগ্য আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের দেখা যায়নি।
ছাত্রশিবির এক ইমেল বার্তায় জানিয়েছে, ‘আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর অবৈধ ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাগঞ্জ জেলা শাখায় বিক্ষোভ মিছিল করে। মিছিলটি আরামবাগ থেকে শুরু হয়ে পিটিআই মোড়ে শেষ হয়’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০১-১৬