সরকারি কলেজে উদ্বোধন করা হল আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট
দীর্ঘ আট বছর পর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে উদ্বোধন করা হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও ইতিহাস বিভাগের প্রভাষক আহবায়ক জিয়াউল হক । এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপাধাক্ষ প্রফেসর গোলাম কবীর, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আবদুল খালেক, ইতিহাস বিভাগের প্রধান ওবাইদুল হক, গনিত বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান রফিকুল ইসলাম ডেজী,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল হোসেন, রসায়ন বিভাগের প্রধান শংকর কুমার কুন্ডু, গনিত বিভাগের সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম, মোঃ নিয়ামতুল্লাহ ডালিম, ইংরেজি বিভাগের প্রভাষক জামাল উদ্দিন, পদার্থ বিভাগের প্রভাষক মোঃ শামীম, অর্থনীতি বিভাগের প্রভাষক কোহিনুর সুলতানা প্রমুখ। উদ্বোধনী দিনের খেলায় ইংরেজি বিভাগ ০২-০১০গোলে গণিত বিভাগকে পরাজিত করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ক্রীড়া প্রতিবেদক/ ১৪-০১-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ক্রীড়া প্রতিবেদক/ ১৪-০১-১৬