হটাৎকরে ‘সরব’ পুলিশ > শপথ নিতে পারলেন না নবনির্বাচিত দু’ মেয়র ও ৭ কাউন্সিলর > বাকীদের শপথ গ্রহণ সম্পন্ন

গেল ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভায় উৎসবমূখর পরিবেশে এবং শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের শপথ করানো হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ এ শপথ বাক্য পাঠ করান। এতে চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, শিবগঞ্জ পৌরসভা, রহনপুর পৌরসভা ও নাচোল পৌরসভার নির্বাচিতরা অংশ নেন। তবে, দু’ মেয়র ও ৭ কাউন্সিলর প্রার্থী শপথ নিতে পারেননি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানে মেয়র ও কাউন্সিলর মিলিয়ে ৯ জন অনুপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ১৫ জন সাধারণ কাউন্সিলর ও ৫টি সংরক্ষিত আসনের ২ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। শিবগঞ্জ পৌরসভার মেয়র, ৯টি ওয়ার্ডের মধ্যে ৭ জন কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত আসনের ২ জন শপথ নেন। একই ভাবে শপথ নেন রহনপুর পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৮ জন কাউন্সিলর। তিনি জানান, নাচোল পৌরসভার মেয়র, ৯টি ওয়ার্ডের ৯ জন সাধারণ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত আসনের ৩ জন কাউন্সিলর শপথ বাক্য পাঠ করেন।
সূত্র জানিয়েছে, নির্বাচন অনুষ্ঠান শেষে গেজেট প্রকাশের পর শপথ গ্রহণের দিন নির্ধারণ হলে হটাৎকরে ‘নড়েচড়ে’ বসে আইনশৃংখলা বাহিনী। পুলিশ বিশেষ অভিযানের নামের শুরু করে নবনির্বাচিতদের বাড়িতে বাড়িতে ‘হানা’। নির্বাচনী প্রচার প্রচারণার সময় প্রার্থীদের মধ্যে বিভিন্ন মামলার আসামীরা প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রম চালালেও পুলিশ ‘নিরব’ ছিল। নির্বাচন শেষে পুলিশ আবার ‘সরব’ হয়ে উঠে। আইনী জটিলতা এবং শপথ গ্রহণ অনুষ্ঠানস্থলে গ্রেফতার এড়াতে দু’ মেযর প্রার্থী আদালতে আত্মসমার্পণ করেন।
বুধাবর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতসহ চারটি আদালতে ৭টি মামলার জামিন নিতে আত্মসমার্পণ করেন। এতে আদালত দু’টি মামলায় তাকে জামিন দিলেও ৫টি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানা। সূত্র জানায়, আদালত থেকে কারাগারে পাঠানোর নির্দেশের পর শপথ নিতে জামায়াত নেতা নজরুল ইসলামের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। কিন্তু সেই মুক্তি মেলেনি। ফলে তিনি শপথ গ্রহণ করতে পারেননি।
এদিকে, মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে সরকার বিরোধী প্রচারণা ও পুর্বের নাশকতার মামলা আসামী হিসেবে গ্রেফতার করা হয় সংরক্ষিত আসন ১ এর নবনির্বাচিত কাউন্সিলর মোসলেমা বেগম মুসি, সংরক্ষিত আসন ৪ এর নবনির্বাচিত কাউন্সিলর শাকেরা খাতুনকে গ্রেফতার করা হয়। সংরক্ষিত আসন ৫ এর নবনির্বাচিত কাউন্সিলর আনোয়ারা বেগম পলিকে গ্রেফতার করা হয় রাজশাহীর শিল্পকলা একাড়েমি এলাকা থেকে।
রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেযর ও বিএনপি নেতা ২০১৫ সালের ৫ মার্চ গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল এলাকায় পণ্যবাহী চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে মারার ঘটনায় হেলপার সেলিম হত্যা মামলায় জামিন লাভের জন্য বৃহস্পতিবার আদালতে আত্মসমার্পণ করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ প্রদান করে। চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ‘ঘ’ অঞ্চলের বিচারক শহিদুল ইসলাম এ নিদের্শ প্রদান করেন। এদিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
এদিকে শিবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মাইনুর রহমান চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহীবাগ এলাকা থেকে বুধবার ভোরে গানপাউডার ও ৫ টি ককটেলসহ পুলিশ আটক করে। সংরক্ষিত আসন ২ এর নবনির্বাচিত কাউন্সিলর মঞ্জিলা বেগমকে রাজশাহী শিল্পকলা একাডেমী এলাকায় পুলিশ গ্রেফতার করে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আব্দুস সবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। সূত্র জানায়, বিভিন্ন মামলার আসামী হওয়ায় তিনি গ্রেফতার এড়াতে হাজির হননি শিল্পকলা একাডেমীতে।
চাঁপাইনবাবগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল আমল চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে জানান, রাজশাহীতে গ্রেফতার হওয়াদের বৃহস্পতিবার বিকেলে বিষ্ফোরক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নাচোল পৌরসভার নির্বাচিতরা সবাই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০১-১৬

, , ,