শিবগঞ্জ সীমান্তে শিশু পাচারের অভিযোগে এক ব্যক্তি আটক > দু’ শিশু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে দু’ শিশুকে পাচারের অভিযোগে বৃহস্পতিবার শফিকুল ইসলাম ফড়িং (৩০) নামের এক যুবককে আটক করে বিজিবি’র কাছে সোপার্দ করেছে এলাকাবাসী। আটক শফিকুল ইসলাম ফড়িং শিবগঞ্জের কানসাট ইউনিয়নের গোবিনপুর গ্রামের মনসুর আলীর ছেলে। এ সময় উদ্ধার করা হয়েছে দু’ শিশুকে।
বিজিবি’র ৯ ব্যাটালিয়নের চৌকা সীমান্ত ফাঁড়ির সদস্য আল আমীন জানান, বিকেল ৩টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামে তরিকুল ইসলামের সাড়ে ৪ বছরের শিশুকন্যা তরিকা খাতুন ও এই গ্রামের ওমর ফারুক লাল্টুর ৫ বছরের শিশুপুত্র আব্দুর রহমান এলাকায় খেলা করার সময় ফড়িং তাদেরকে নিয়ে সীমান্তের দিকে রওনা হয়। সীমান্তের ১৭৫ নম্বর মেইন পিলারের কাছে শ্মসান মাঠ এলাকায় কয়েকজন রাখাল ও কৃষকের সন্দেহ হলে তারা তাকে আটক করে সীমান্তবর্তী হাজি আয়েশ উদ্দীনের বাড়িতে আটকে রাখে। পরে বিজিবিকে খবর দেয়া হলে বিজিবি ঘটনাস্থলে গিয়ে শিশু দু’টিকে উদ্ধার করে। তিনি জানান, সন্ধ্যায় উদ্ধার করা দু’ শিশুসহ ফড়িংকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনাববগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৮-০১-১৬

,