উষ্ণতার পরশ দিতে......






‘অভিভাবক’ হারিয়ে যে অসহায় শিশুগুলো আশ্রয় নেয় সরকরি শিশু পরিবার কেন্দ্রে (এতিমখানায়) তাদের মনযন্ত্রণার সীমা থাকেনা। প্রিয়জনদের ছেড়ে অনাথদের মাঝে বসবাস। এখানেই লুকিয়ে থাকে কান্না, এখানেই লুকিয়ে থাকে যন্ত্রণা। এই শিশুদের উষ্ণনতার পরশ দিতে মমতার হাত বাডিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে ১ শ টি কম্বল।
চাঁপাইনবাবগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রবিউল ইসলাম জানিয়েছেন, সম্প্রতি হটাৎকরেই জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর ১ শ টি কম্বল নিয়ে হাজির হন শিশু পরিবার কেন্দ্রের শিশুদের মাঝে। নিজ হাতে একে একে শিশুদের হাতে তুলে দেন কম্বলগুলো। কম্বল পেয়ে ও কম্বল দিতে পেরে ‘হাসির ঝিলিক’ সবার মুখে। ছবিটি সেই কথাই বলছে....