৫ জানুয়ারি > কর্মসুচি নিয়ে আওয়ামীলীগ সরব > বিএনপি নিরব

৫ জানুয়ারি, দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপুর্তি। দিবসটি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসুচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গন হটাৎ উত্তপ্ত হলেও চাঁপাইনবাবগঞ্জের এর কোনই ছিটেফোটা লাগেনি। ৫ জানুয়ারি আওয়ামী লীগের ভাষায় ‘গণতন্ত্রের বিজয়’ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সরব কর্মসুচি পালিত হলেও বিএনপি’র ভাষায় ‘ গণতন্ত্র হত্যা’ দিবসে তারা নিরব ছিল। কোথাও কোন কর্মসুচি পালনের খবর পাওয়া যায়নি।


চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও  সাবেক সংসদ সদস্য জনাব জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ‘গণতন্ত্র রক্ষা’ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান,  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা  আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না, শহর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি হাজী বাবলু সাধারণ সম্পাদক তবিবুর রহমান ডালু, যুব মহিলা লীগের আহ্বায়ক শান্ত¦না হক শান্তা প্রমুখ। দলীয় সূত্র জানায়, সংগঠনের শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে অনেকটা ‘দায়সারাভাবে’ হটাৎকরে কর্মসুচি গ্রহণ করা হয়। আলোচনা সভা শেষে আওয়ামী লীগ নেতা মরহুম খাবির উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এদিকে জেলা সদরে বিএনপি’র পক্ষ থেকে কোন কর্মসুচি পালিত হয়নি। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ময়েজ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে বলেন, হারুন ভাই (বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক) চাঁপাইনবাবগঞ্জে নেই। আমাকেও কেউ কর্মসুচির বিষয়ে বলেনি। আমার জানামতে কোন কর্মসুচি পালিত হয়নি’। 

 গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগ গনতন্ত্র রক্ষা দিবস পালন করেছে। সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের নেতৃত্বে বিকেলে একটি র‌্যালী রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ  থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামীলীগের উদ্যেগে আলোচনা সভায় সভাপতিত্্¦ করেন গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান আনসারী। এতে ব্ক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, নাচোল পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালু, রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস।

 ভোলাহাট
ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টার দিকে মেডিকেল মোড় দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে মেডিকেল মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড় চৌরাস্তা যাত্রী ছাওনীর পাশে উপজেলা আওয়ামীলীগ শাখার সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ পিয়ারজাহান, আওয়ামী লীগ নেতা আফরাজুল হক বাবু, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক  রেজাউল করিম বিম্বাস বাবলু, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হোসনে আরা পাখী, উপজেলা মহিলা যুবলীগ সভাপতি সুরাইয়া ডলি, সাধারণ সম্পাদক শাহাজাদী বিশ্বাস, ভোলাহাট ইউপি আলীগ সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নিখিল, উপজেলা কৃষক লীগ যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলামসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০১-১৬