নাচোলে লাইট হাউসের উদ্যোগে আইন সহায়তা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউসএর উদ্যোগে আইন সহায়তা বিষয়ের উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় লাইট হাউস,সিএলএস- ইজলাস প্রকল্প ও আসুস এর আয়োজনে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আইন সহায়তা বিষয়ের উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, লাইট হাউস সিএলএস- ইজলাস প্রকল্পের ম্যানেজার এ্যডভোকেট সুফিয়া বেগম, নাচোল উপজেলার কোর্ডিনেটর পরিতোষ বাড়ৈ, ধুনট উপজেলার কো-অডিনেটর সানজিদা নাসরিন,নাচোল উপজেলার প্যারালিগাল মিনা মাহাতো ও নেজামপুর ইউনিয়নের সেচ্ছাসেবক রমন সরেন, আসুস, কাকনহাট সংস্থার কর্মী মিঠু চন্দ্র সরকারসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
পরিশেষে প্যানেল চেয়ারম্যান ও নেজামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা বেরাফুল বেগম ইউনিয়নের অবহেলিত আদিবাসী ও মুসলিম  সমাজের গরিব অসহায়দের  আইনি সহায়তা দেবার প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৫-০১-১৬

,