পত্নীতলায় চোরের ছুরির আঘাতে গৃহকর্তার ছেলে মারাত্বক জখম

নওগাঁর পত্নীতলায় শনিবার গভীর রাতে চোর ধরতে গিয়ে গৃহকর্তার ছেলে আব্দুল জব্বার ঝন্টু (৩৫) ছুরির আঘাতে মারাত্মক জখম হয়েছে। আহত ঝন্টুকে রাজশাহী মেডিকেল  কলেজ হাসপাতালে  চিকিৎসার জন্য পাঠানো  হয়েছে।

এলাকাবাসী ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার মধ্যে রাতে ৫/৭ জনের চোরের দল পতœীতলা উপজেলার কাঁটাবাড়ী গ্রামের আলহাজ্ব জিল্লুর রহমানের বাড়ীর সীমানা প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। গৃহকর্তার ছেলে ঝন্টু চোরের উপস্থিতি টের পেয়ে একজনকে জাপটে ধরে চিৎকার শুরু করে। এ সময় চোর হাতে থাকা ছুরি দিয়ে ঝন্টুকে আঘাত করলে সে  মারাত্মক আহত হয়। ঝন্টুর চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা এসে রেজাউল (৩৬) নামে এক চোরকে আটক করে গণধোলাই দিয়ে  পত্নীতলা থানায় সোপর্দ করে।  আটককৃত চোরের বাড়ি মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামে বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক পত্নীতলা, নওগাঁ/ ১১-০১-১৬