৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালক ক্রিকেট হরিমোহন চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫ এর চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত মঙ্গলবারের খেলায় বালক ক্রিকেটে সদর উপজেলার হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা ৫ উইকেটে শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে শিবগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মইন ১২, আসিফ ১২  রান করে। হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় বোলার রুবেল ৩ ওভার ৩ রান ৪টি, তরুণ ৪ ওভার ২১ রানে ৪টি উইকেট লাভ করে। ৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে ইব্রাহিম ১৭, মারুফ ১১ রান করে। শিবগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় বোলার মইন  ৪ ওভার ১৮ রানে ৩টি, আনোয়ার ৪ ওভার ৮ রানে ১টি উইকেট লাভ করে। অপরদিকে বালিকাদের ক্রিকেটে খেলায় গোমস্তাপুর উপজেলার রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় বিনা প্রতিদ্বন্দিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৫-০১-১৬