ভ্রাম্যমান আদালতের অভিযান > পুড়িয়ে ফেলা হল লক্ষাধিক টাকার অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য

চাঁপাইনবাবগঞ্জের শহরের নিশা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিককে ভেজাল খাদ্য উৎপাদন ও বিপননের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং বিপুল পরিমাণ অস্বাস্থ্যকার খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়েছে।
রবিবার সকালে শহরের শিবতলা (মালোপাড়া) এলাকার “মেসার্স নিশা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’ তে র‌্যাবের সহায়তায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। র‌্যাব, সকাল ৮টার দিকে র‌্যাব কর্মকর্তা মেজর মুহাম্মদ আব্দুস সালাম ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন করার অপরাধে শিবতলা মালোপাড়া গ্রামের সাবের আলীর ছেলে ফ্যাক্টরীর মালিক জাহাঙ্গীর হোসেন (৩৮) কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় ঐ বেকারীর প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০১-১৬