সন্ত্রাসী হামালায় শিবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইমানী আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইমানী আলী রোববার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। টাকা লেনদেনের জের ধরে ইমানী আলিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আঘাত করে আহত করে প্রতিপক্ষরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে পৌর এলাকার লাকি মোড় ঠাকুর বাড়ি মধ্যে ইমানী আলি বসে থাকার সময় জোয়াদ্দার এন্টার প্রাইজ ভাটার ম্যানেজার ও নতুন আলিডাঙ্গা গ্রামের মৃত জুন্নুরের ছেলে আজিজুল ও তার ছোট ভাইসহ ৮/১০ জনের একটি দল একটা পাওনা টাকার জিম্মেদার হিসেবে ইমানীর কাছে টাকা চাইলে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তারা ইমানীকে মারধর করলে সে আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইমানীকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে ্এবং ঘটনাস্থল থেকে আজিজুলকে আটক করে।
এদিকে সূত্র জানিয়েছে, শিবগঞ্জ পৌরসভায় লোক নিয়োগের নামে কিছু যুবকের কাছে টাকার নেয়ার পর ওই যুব্কদের চাকরী নিশ্চিত না হওয়ায় আর্থিক লেনদেন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এই জটিলতার সূত্র ধরেই বাকবিতন্ডার সূত্রপাত এবং হামলা। অন্য সূত্র জানিয়েছে, ইটভাটার টাকা লেনদেনে ইমানী জিম্মাদার থাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে আহত ইমানী অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে নবনির্বাচিত মেযর কারিবুল হক রাজিন তার পক্ষের লোকজন দিয়ে হামলা চালিয় তাকে আহত করেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুল ইসলাম জানান, টাকা লেনদেনের জের ধরে পিটনীর ঘটনাটি ঘটেছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এবং ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আজিজুল হককে আটক করা হয়েছে।
চাঁপাইনাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০১-১৬
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে পৌর এলাকার লাকি মোড় ঠাকুর বাড়ি মধ্যে ইমানী আলি বসে থাকার সময় জোয়াদ্দার এন্টার প্রাইজ ভাটার ম্যানেজার ও নতুন আলিডাঙ্গা গ্রামের মৃত জুন্নুরের ছেলে আজিজুল ও তার ছোট ভাইসহ ৮/১০ জনের একটি দল একটা পাওনা টাকার জিম্মেদার হিসেবে ইমানীর কাছে টাকা চাইলে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তারা ইমানীকে মারধর করলে সে আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইমানীকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে ্এবং ঘটনাস্থল থেকে আজিজুলকে আটক করে।
এদিকে সূত্র জানিয়েছে, শিবগঞ্জ পৌরসভায় লোক নিয়োগের নামে কিছু যুবকের কাছে টাকার নেয়ার পর ওই যুব্কদের চাকরী নিশ্চিত না হওয়ায় আর্থিক লেনদেন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এই জটিলতার সূত্র ধরেই বাকবিতন্ডার সূত্রপাত এবং হামলা। অন্য সূত্র জানিয়েছে, ইটভাটার টাকা লেনদেনে ইমানী জিম্মাদার থাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে আহত ইমানী অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে নবনির্বাচিত মেযর কারিবুল হক রাজিন তার পক্ষের লোকজন দিয়ে হামলা চালিয় তাকে আহত করেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুল ইসলাম জানান, টাকা লেনদেনের জের ধরে পিটনীর ঘটনাটি ঘটেছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এবং ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আজিজুল হককে আটক করা হয়েছে।
চাঁপাইনাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০১-১৬