কাউকে ছোট করার জন্য নয়, প্রকৃত চিত্র তুলে ধরতে গবেষণা কার্যক্রম চালাচ্ছে টিআইবি

বাংলাদেশের সেবাখাতের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে আসছে। সেই সঙ্গে টিআইবি’র পৃষ্টপোশকতায় পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে। টিআইবি’র গবেষণা কার্যক্রম কাউকে ছোট করতে নয়, প্রকৃত চিত্র তুলে ধরতেই করা হয়। যাতে করে সংশোধনের একটা পথ বেরিযে আসে এবং দুর্নীতিকে একটা সহনশীল মাত্রায় নিয়ে আসা যায়। চাঁপাইনবাবগঞ্জের সচেতন নাগরিক কমিটি’র উদ্যোগে সোমবার ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও সংবাদ মাধ্যমের ভুমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে একথা উঠে আসে।
শহরের এলাকায় টিআইবি’র সনাক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সনাক সভাপতি সেলিনা বেগম। সনাক সদস্য এ্যাড. সাইফুল ইসলাম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সনাক সদস্য মাহবুবুর রহমান মিন্টু। সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন, সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, শামসুল ইসলাম টুকু, হোসেন শাহনেওয়াজ, এমরান ফারুক মাসুম, জাফরুল আলম, শহীদুল হুদা অলক, জাকির হোসেন, মনোয়ার হোসেন জুয়েল, ইমতিয়ার ফেরদৌস সুইট। এতে টিআইবি ও তাদের সংগঠনের সনাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। কর্মসুচি বিষয়ক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সনাকের পক্ষ থেকে জানানো হয়, ‘বহু কর্মসুচি চলমান রয়েছে। বাজেট সংকুচিত হওয়ার কারণেও কিছু কর্মসুচিও সংকুচিত হয়েছে’ ।
সভায় দুর্নীতি বিরোধী আন্দোলন সমন্বিতভাবে করার উপর গুরুত্বারোপ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০১-১৬