ভারতে ফেন্সিডিল আনতে গিয়ে তেলকুপি সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ তেলকুপি সীমান্তে এক বাংলাদেশী যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে , বিজিবি বলছে এমন খবরের সত্যতা তাদের কাছে নেই।
স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর ৪ টার দিকে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের লম্বাপাড়ার গাজলুর রহমানের ছেলে আব্দুর রহিম বাচ্চু  (২৪) অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের শ্মশানী ক্যাম্পের  বিএসএফের টহল দল গুলি চালালে সে আহত হয়ে পালিয়ে আসে। ওই সূত্র জানায়, বাচ্চু ফেন্সিডিল ব্যবসার সঙ্গে জড়িত।
আহতাবস্থায় দেশে ফেরার পর তার  আত্মীয়রা তাকে রাজশাহী চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে গোপনে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে  মনাকষা বিওপির কমান্ডার সুবেদার আখতার হোসেন ও তেলকুপি বিওপির কমান্ডার জানান, এ ধরনের খবর আমরাও শুনেছি কিন্তু কোন সত্যতা পায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-০১-১৫

,