সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে মানববন্ধন

জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিন ২০১৪ সালের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সুচি পরিবর্তনের দাবিতে শনিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। এতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের তৃতীয় বর্ষের প্রায় তিন শ শিক্ষার্থী অংশ নেয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল বারি, সায়েমা আক্তার উর্মি, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোতাহার হাসান, উদ্ভিদবিদ্যা বিভাগের জিয়াউল হক তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান মারুফ, শহীদুল ইসলাম, গোলাম রাব্বানি, আইয়ুব আলী ।
বক্তারা বলেন, মাত্র চার মাস আগে সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে হয়েছে। এর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আগামী ২০ জানুয়ারি তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সুচি ঘোষণা করা হয়েছে। অথচ এ সময়ের মধ্যে ঠিকমত ক্লাসও হয়নি সিলেবাসও সম্পন্ন হয়নি। তারা বলেন, প্রথম বর্ষে ১৮ মাস, দ্বিতীয় বর্ষে ১৫ মাস সময় দেয়া হলেও তৃতীয় বর্ষে সময় দেয়া হয়েছে মাত্র ৫ মাস। তারা পরীক্ষার ঘোষিত সময়সুচি পরিবর্তনের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০১-১৬