বৃহস্পতিবার নারায়ণপুরের হাজী আব্দুল কাইউম বিশ্বাসের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

আগামী বৃহস্পতিবার (২৮শে জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হাজী আব্দুল কাইউম বিশ্বাসের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণপুরস্থ তাঁর গ্রামের বাড়ীতে মিলাদ মাহফিল, কোরানখানি ও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া শিশুদের জন্য ধর্মীয় বইপত্র বিতরণ করা হবে। উল্লেখিত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে প্রয়াত কাইউম বিশ্বাসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০১-১৬