শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকা থেকে রোববার সকালে পিস্তুল ও গুলিসহ ১ জনকে আটক করে পুলিশ। আটককৃত ব্যাক্তি হচ্ছে,  শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের আইউব আলীর ছেলে আব্দুল বারি (২০)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পারচৌকা গ্রামের আব্দুল বারির বাড়িতে ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাড়ি থেকে ২টি পিস্তুল, ৪টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ বারিকে আটক করা হয়। তিনি আরো জানান, সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত এবং দেশের বিভিন্ন স্থানে অস্ত্র সরবরাহ করতো।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩১-০১-১৬

,