শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নলডুবী বাজার থেকে শনিবার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক ডাকাতকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসারুল (৩৫) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের সেতাউর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম.এম ময়নুল ইসলাম জানান, ২০০৭ সালে একটি ডাকাতি মামলায় আসারুলের ১০ বছরের কারাদন্ড হয়। তখন থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলডুবরী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসারুলের বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাইসহ আরও ৮-১০টি মামলা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৩-০১-১৬

,