ভোলাহাটে কৃষকদের মাঝে বালাই নাশক উপকরন বিতরণ
বুধবার সকাল উপজেলার ভার্ক শাখা অফিসে কেজি এফ এর উদ্দগ্যে ৩০ জন প্রশিক্ষন প্রাপ্ত কৃষকদের মাঝে ৩০টি নিরাপদ বালায় নাশক প্রয়োগের উপকরণসহ পাওয়ার স্প্রে মেশিন বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে ভার্ক জোন অফিসা জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ওয়াদুদ, ভার্ক হেড অফিরে হুসেনুজ্জামান আনিসার রহমান, শাহদাত হোসেন, এএসআই আমিনুল, রফিকুল ইসলাম, আব্দুল হামিদ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন বাদল, জেম , আলমসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২০-০১-১৬