বিধি লংঘনের প্রতিবাদে নকল নবিশদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিষ্ট্রার কার্যালয়ে বিধিমালা লংঘন করে পদন্নতিসহ বদলি ও বিভিন্ন অনিয়মরে প্রতিবাদে আজ মানববন্ধন ও সমাবেশ করেছে নকল নবিশরা।
সকালে জেলা রেজিষ্টার কার্যালয়ের সামনে বাংলাদেশ নকল নবিশ এ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবীশরা অংশ নেয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ এক্সট্রা মহরার (নকল নবীশ) এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মীর এমরান আলী, সহসভাপতি আলাউদ্দীন ও বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু বাক্কার, গোমস্তাপুর থানা সভাপতি মাইনুল ইসলাম, সদস্য সেলিম রেজা, শরিফুল ইসলামসহ অন্যরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা রেজিষ্টার অফিসে জৈষ্ঠ্যতার ভিত্তিতে পদন্নতি দেয়ার বিধি থাকলেও তা লংঘন করা হচ্ছে। নিয়োগ বিধিমারা ৩১০ ধারা অনুসরণ না করে ইতোমধ্যে টাইপিস্ট কাম মুদ্রাক্ষরিক পদে পদন্নতিসহ নিয়োগ করা হয়েছে। তারা বিধিবর্হিভুত পদন্নতি ও নিয়োগ বাতিলের দাবি জানান। পরে জেলা রেজিষ্টারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১-১৬