শিবগঞ্জ সীমান্তে আম গাছ কেটে ফেলার অভিযোগ ভারতীয়দের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্ত এলাকায় কয়েকজন বাংলাদেশীর আম বাগানের প্রায় ৩৫/৪০টি আম গাছ কেটে ফেলেছে ভারতীয় নাগরিকরা বলে অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বহস্পতিবার দুপুর ১২টার দিকে কিরণগঞ্জ সীমান্তের ১৭৭/৫ এস পিলারের কাছের একটি খালে কিরণগঞ্জ গ্রামের কয়েকজন যুবক মাছ ধরার সময় ভারতের সুকদেবপুর এলাকার লোকজন তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা পালিয়ে বাংলাদেশে চলে আসে।
এ ঘটনার জের ধরে সুকদেপুরর ভারতীয় নাগরিকরা কিরনগঞ্জ মাঠে ওই এলাকার আকুমুদ্দিন, মুরসেদ, নজরুল, মিছু ও তরিকুলের আমবাগানের ৩৫/৪০টি আম গাছ কেটে ফেলে চলে যায়।
এলাকাবাসী ঘটনাটি কিরণগঞ্জ বিওপিকে জানালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ভারতের সুকদেব ক্যাম্পের বিএসএফ’র কাছে প্রতিবাদ করে। পরে এঘটনাকে নিয়ে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, সামন্য ঘটনাকে ঘিরে এই অনাকাংখিত ঘটনা ঘটেছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৮-০১-১৬

,